মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
11.6 C
Toronto

Latest Posts

ঐচ্ছিক অস্ত্রোপচার কমাচ্ছে অন্টারিওর হাসপাতালগুলো

- Advertisement -
অন্টারিও’র স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট

অধিক সংখ্যক কোভিড রোগীর চিকিৎসা নিশ্চিত করতে ঐচ্ছিক অস্ত্রোপচারসহ জরুরি নয় এমন চিকিৎসা কমিয়ে আনতে শুরু করেছে অন্টারিওর হাসপাতালগুলো। এ ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট শুক্রবার বলেন, এ সিদ্ধান্তের ফলে অন্টারিওর হাসপাতালগুলোতে আইসিইউ সক্ষমতা এক হাজার শয্যা পর্যন্ত বেড়ে যাবে।

গত রোববারও প্রদেশের হাসপাতগুলোর আইসিইউতে ৬০৫ জন রোগী ভর্তি ছিলেন। এছাড়া প্রদেশে এদিন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হন ৪ হাজার ৪৫৬ জন। দৈনিক সংক্রমণের এটা নতুন সর্বোচ্চ সংখ্যা।

- Advertisement -

উত্তর অন্টারিওর হাসপাতালগুলোকে জরুরি নয় এমন চিকিৎসা বন্ধ না করতে বলা হয়েছে। যদিও এক নথিতে তাদেরকেও জরুরি নয় এমন চিকিৎসা আগামীতে বন্ধ রাখার প্রস্তুতি নিতে বলা হয়েছে হাসপাতালগুলোকে। প্রয়োজন হলে কোন কোন কর্মীতে অন্য সিটিতে পাঠাতে হতে পারে তাদের তালিকাও প্রস্তুত করতে বলা হয়েছে হাসপাতালগুলোকে।

সিক কিডস হাসপাতাল সোমবার জানিয়েছে, গ্রেটার টরন্টো এরিয়ার অন্যান্য হাসপাতাল থেকে শিশু রোগীদের গ্রহণ শুরু করেছে তারা। জিটিএ হসপিটাল ইনসিডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (আইএমএস) কমান্ড সেন্টারের নির্দেশনা অনুযায়ী, এর ফলে গুরুতর রোগীদের চিকিৎসা প্রদানকারী হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি পাবে।

আইএমএস এরই মধ্যে গ্রেটার টরন্টো এরিয়ার হাসপাতালগুলোকে তাদের শিশু ইউনিট বন্ধের নির্দেশ দিয়েছে।  বেশি সংখ্যক প্রাপ্ত বয়স্ক কোভিড রোগীকে চিকিৎসা দিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ৫৫ বছরের বেশি বয়সীদের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগও শুরু করতে যাচ্ছে অন্টারিও।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.