বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
7.1 C
Toronto

Latest Posts

ভ্যাকসিনের প্রতি অন্টারিওবাসীর আস্থায় স্থিতিশীলতা

- Advertisement -
সমীক্ষা চালিয়ে এই তথ্য দিয়েছে সায়েন্স টেবিল

কোভিড-১৯ ভ্যাকসিনের প্রতি অন্টারিওবাসীর সামগ্রীক আস্থা তুলনামূলক স্থিতিশীল রয়েছে বলে সায়েন্স অ্যাডভাইজরি গ্রুপ জানিয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে অন্টারিও কোভিড-১৯ সায়েন্স অ্যাডভাইজরি টেবিল জানিয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিনের প্রতি ৭২ থেকে ৭৬ শতাংশ অন্টারিওবাসীর আস্থা রয়েছে।

অন্টারিওর ২৮ লাখ ৬৬০ জন নাগরিকের ওপর সমীক্ষা চালিয়ে এই তথ্য দিয়েছে সায়েন্স টেবিল। সমীক্ষার ফল বলছে, যেসব খানার আয় যত কম সেসব খানার ভ্যাকসিনের প্রতি আস্থাও তত কম। বাড়িতে বসে কাজ করার সুযোগ তাদের নেই এবং নিজেদের রেসালাইজড হিসেবে পরিচয় দিয়ে থাকে।

- Advertisement -

ভ্যাকসিনের প্রতি এই দ্বিধার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। স্বাস্থ্য অসমতা, স্বাস্থ্যসেবো প্রাপ্তিতে পদ্ধতিগত বাধা এবং সরকার ও স্বাস্থ্যসেবা ইনস্টিটিউটগুলোর প্রতি অনাস্থা এর মধ্যে অন্যতম। সায়েন্স টেবিল বলছে, যেসব জনগোষ্ঠীকে কোভিড-১৯ এর বড় ধরনের বোঝার মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের মধ্যে ভ্যাকসিনের প্রতি দ্বিধাটা তুলনামূলক বেশি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.