Sat 23rd Jun 2018, 11:23 pm

তারেকের গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ

image

ময়মনসিংহ:

 বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর ছাত্রদল।

 

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে নগরীর আঠারবাড়ী বিল্ডিং এলাকায় এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদল নেতা এজিএস রানা, জিএস মাহাবুব ও মহানগর ছাত্রদল নেতা তানভীর আহম্মেদ রবিনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা রানা গুপ্ত, বাপ্পী মজুমদার, রাশেদ, সাদ্দাম, শামীম সরকার, নজরুল, গোবিন্দ, কাদির প্রমুখ।

এর আগে সমাবেশে বক্তারা বলেন, সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এদিকে, একই সময়ে উত্তর জেলা ছাত্রদল নেতা আবু রায়হান হলুদের নেতৃত্বে নগরীতে  বিক্ষোভ-মিছিল করে ছাত্রদল।

Comments