Thu 13th Aug 2020, 11:24 am

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: উদ্ধার অভিযান সমাপ্তির পর ভেসে উঠল আরেক লাশ

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: উদ্ধার অভিযান সমাপ্তির পর ভেসে উঠল আরেক লাশ

বাংলামেইল ডটকম ডেস্ক

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চ দুর্ঘটনায় উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণার আড়াই ঘণ্টা পর আরেকটি মৃতদেহ ভেসে উঠেছে। এ নিয়ে এই লঞ্চ ডুবিতে ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে একজন পুরুষের মৃতদেহ দুর্ঘটনাস্থলের ৫০ গজের মধ্যে ভেসে ওঠে। মৃতদেহটি এখনও কেউ শনাক্ত করেনি।

তবে আরও কারও লাশ ভেসে উঠে কি না সেজন্য ফায়ার সার্ভিসের একটি দল সেখানে রয়েছে বলে রাতেও থাকবে বলে এরশাদ হোসেইন জানান।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে লঞ্চটি ডুবে যাওয়ার পর সারা দিনের উদ্ধার অভিযানে ৩২ জনের লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার লঞ্চটি টেনে তোলার সময়ে আরেকজনের লাশ পাওয়া যায়। দুপুর আড়াইটায় উদ্ধার অভিযানের সমাপ্তি টানে বিআইডব্লিউটিএ।

নৌ পরিবহন খাতের এ নিয়ন্ত্রক সংস্থার যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, ডুবে যাওয়া লঞ্চ এমএল মর্নিং বার্ডকে টেনে সদরঘাটের কুমিল্লা ডকইয়ার্ডের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ভেতরে আর কোনো মৃতদেহ পাওয়া যায়নি। বেলা আড়াইটায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা ঘোষণা করা হয়েছে।

এমএল মর্নিং বার্ড নামের ওই লঞ্চটি সোমবার সকালে মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে যাত্রী নিয়ে সদরঘাটের দিকে আসছিল। শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় ময়ূর-২ নামের আরেকটি বড় লঞ্চের ধাক্কায় সেটি ডুবে যায়।

Comments