বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
8.3 C
Toronto

Latest Posts

রাজনীতিতে ঠিকই ফিরলেন স্টিভেন ডেল ডুকা

- Advertisement -
স্টিভেন ডেল ডুকা

রাজনৈতিক ভাগ্যের ভবিষ্যতের বিষয়ে খবর জানতে কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বারের মধ্যে অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন স্টিভেন ডেল ডুকা। অন্টারিওর ভনে এবারের মেয়র নির্বাচনে রাতের বেশিরভাগ সময় পাঁচবারের সিটি কাউন্সিলর সান্ড্রা ইয়ুং রাকোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছিলেন ডুকা।

তিনি বলেন, এটা কিছুটা আবেগের। আমার একজন প্রতিপক্ষ সামনে চলে আসলে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। অনেক আগেই শিখেছি যে, নির্বাচনের ফল আসতে থাকলে উত্থান-পতন মেনে নিতে হয়।

- Advertisement -

নির্বাচনে মাত্র ৮৫১ ভোটে জিতে রাজনীতিতে ডেল ডুকা পুনর্জীবন পেলেন। কিন্তু গত জুনে হেরে যাওয়া অন্টারিও লিবারেল লিডারের কাছে জয়টা জয়ই। এটা খুব দরকারি একটা জয়।

জুনে প্রাদেশিক নির্বাচনে লিাবরেল পার্টি আনুষ্ঠানিক বিরোধীদলের মর্যাদা অর্জনে ব্যর্থ হয় এবং ডেল ডুকা নিজেও টানা দ্বিতীয়বারের মতো তার নিজের আসনটি হারান। ওই রাতেই অন্টারিও লিবারেল পার্টির প্রধানের পদ থেকে ইস্তফা দেন তিনি। এরপর তিনি পরিবার ও বন্ধুদের সময় দেন। একাও অনেক সময় কাটান তিনি। ভাবনায় ছিল লিবারেল পার্টির নেতা হিসেবে তার অর্জন ও কোথায় ঘাটতি ছিল সেগুলো। পরবর্তীতে কি করবেন, নির্বাচিত অফিসে ঢুকবেন কিনা তা নিয়েও ভাবেন ডেল ডুকা।

তিনি বলেন, জুনের প্রাদেশিক নির্বাচনের ফলাফল ব্যক্তিগতভাবে আমার এবং পরিবারের জন্য কঠিন ছিল। তাই দ্রুতই আমি পরবর্তী সুযোগের জন্য ঝাঁপিয়ে পড়িনি।

৩৬ বছর ধরে পরিবারের সঙ্গে যে শহরে বসবাস করছেন সেই শহরের মেয়র পদে নির্বাচন করবেন কিনা তা নিয়ে জুলাইয়ে ভাবতে শুরু করেন ডেল ডুকা। ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেন যে, পাবলিক সার্ভেন্ট হিসেবে তার এখনো অনেক কিছু দেওয়ার আছে এবং সে অনুযায়ী কাজে নেমে পড়েন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.